দৈনিক বিজয় বাংলা

(কুয়েট) সংঘর্ষের অনুসন্ধানে খুলনায় আসছে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

February 19, 2025 by বিজয় বাংলা
(কুয়েট) সংঘর্ষের অনুসন্ধানে খুলনায় আসছে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক,

খুলনা


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা সরেজমিনে অনুসন্ধানে খুলনায় আসছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পর্যবেক্ষক দল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটের উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের লক্ষ্যে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়।



উল্লেখ্য, মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত।



তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।