দৈনিক বিজয় বাংলা

‘যাওয়ার সময় হয়েছে’ অবসরে যাওয়ার রহস্যময় বার্তা অমিতাভের!

March 01, 2025 by বিজয় বাংলা
‘যাওয়ার সময় হয়েছে’ অবসরে যাওয়ার রহস্যময় বার্তা অমিতাভের!

বিনোদন ডেস্ক


কিছুদিন আগে সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন বি টাউনের শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটে তিনি লেখেন, ‘যাওয়ার সময় হয়েছে’। কিন্তু এবারও একই কথা তার মুখে; যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ অমিতাভের অনুরাগীদের।



বিনোদন জগৎ ছাড়তে চলেছেন অমিতাভ, এমন জল্পনা সেই টুইটের পর থেকেই চাউর হয়। শুক্রবার দেওয়া এক পোস্টেও মিলল একই ইঙ্গিত। সেই পোস্টে অমিতাভ লিখলেন, ‘যাব কি থেকে যাব?’


কিন্তু অনুরাগীদের অনেকে মজা করেও মন্তব্য করেন সেই পোস্টে। একজন লিখেছেন, ‘একবার জয়াজিকে প্রশ্ন করুন।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি কি সত্যিই সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন?’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আমার তো মনে হয় কেবিসি-র সিজন শেষ হচ্ছে।’



অমিতাভ বচ্চনের বয়স ৮০ পেরিয়েছে অনেক আগেই। যদিও তার উৎসাহে ভাটা পড়েনি তাতে। করছেন একাধিক প্রোজেক্টের কাজ। বর্তমানে যদিও কেবিসি নিয়ে ব্যস্ত। এরপর 'আঁখে টু', 'দ্য ইন্টার্ন', 'ককটেল টু' এবং 'হাসমুখ পিগ গায়ে' ছবিতে দেখা যাবে বিগ বি-কে।



অমিতাভ বচ্চনকে শেষ দেখা যায় কল্কি ২৮৯৮ এডি-তে। এই ছবিটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। একই সঙ্গে ব্রহ্মাস্ত্র-র দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।